ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

তেলবাহী লরি চাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
তেলবাহী লরি চাপায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠি: ঝালকাঠিতে তেলবাহী লরি চাপায় আরমান হোসেন আনান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে শহরের জেলেপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান পোনাবালিয়া ইউপি সদস্য ইসমাইল হোসেন সোহাগের ছেলে। আনান ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাসা থেকে বের হয়ে বাইসাইকেল নিয়ে বন্ধু সানমুনের সঙ্গে শহরের মিনি পার্ক এলাকায় ঘুরতে যায় আনান। বেলা ১১টার দিকে দু’জনেই জেলেপাড়া সড়ক দিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি তেলবাহী লরি তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয় তার বন্ধু সানমুন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, তেলবাহী লরিটি আটক করা হয়েছে। চালক ঘটনার পরই পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।