ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুয়াকাটায় বাসচাপায় নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
কুয়াকাটায় বাসচাপায় নিহত এক

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা উপজেলায় বাসের চাপায় আব্দুস সোবাহান খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে কুয়াকাটার তুলাতলী বাসস্ট্যান্ডে হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আব্দুস সোবাহান কুয়াকাটা পৌরসভার তুলাতলী ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।  


মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রাতে মিমজাল পরিবহন নামে একটি বাস কুয়াকাটা থেকে শ্যামনগর যাচ্ছিল। এসময় তুলাতলী বাসস্ট্যান্ডে হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আব্দুস সোবহানকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

খবর পেয়ে পুলিশ এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। প্রাথমিক কাজ শেষে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরবর্তীতে অভিযোগ পেলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।