ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় শীতার্তদের মধ্যে সেনা প্রধানের সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
টুঙ্গিপাড়ায় শীতার্তদের মধ্যে সেনা প্রধানের সহায়তা অসহায় শীতার্তদের মধ্যে কম্বল সহায়তা

গোপালগঞ্জ: বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসহায় ও দুস্থ দেড় হাজার মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল সহায়তা দেওয়া হয়েছে।  

বুধবার (৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ।

এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা, পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা, পৌর মেয়র তোজাম্মেল হক টুটুলসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সেনা প্রধান ৫৫ পদা‌তিক ডি‌ভিশ‌নের শীতকালীন প্রশিক্ষণ প‌রিদর্শন ক‌রেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানয়ারি ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।