ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় ফের নৌকাডুবে নিহত ১ 

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
বুড়িগঙ্গায় ফের নৌকাডুবে নিহত ১ 

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দোলেশ্বর ঘাটে বুড়িগঙ্গা নদীতে জাহাজের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৭টায় দোলেশ্বর ঘাট থেকে শ্যামপুর ঘাটে যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে বালি বোঝাই বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়।

এতে ১৪ জন যাত্রীর মাঝে অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নাজমা (৪৯) নামে এক পরিচ্ছন্নতা কর্মী নিহত ও মিরাজ (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে বসুন্ধরা আদ্ব দ্বীন হাসপাতালে ভর্তি করা রয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।