ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইউপি নির্বাচন

ভোট কেন্দ্রে নৌকার চেয়ারম্যান প্রার্থীকে মারধর

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
ভোট কেন্দ্রে নৌকার চেয়ারম্যান প্রার্থীকে মারধর ভোট কেন্দ্রে নৌকার চেয়ারম্যান প্রার্থীকে মারধর

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় নির্বাচন কেন্দ্র পরিদর্শনের সময় নৌকার চেয়ারম্যান প্রার্থীর ওপর বিদ্রোহীদের হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার গৌরীপুর কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষ আনারস ও ঘোড়া মার্কার কর্মীরা একত্রিত হয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন মাদবর ও তার অর্ধশত কর্মীকে পিটিয়ে আহত করে।

স্থানীয়রা জানান, দুপুরে নৌকা মার্কার প্রার্থী শাহাব উদ্দিন গরীবপুর কেন্দ্র পরিদর্শন করতে গেলে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ পাঁচ শতাধিক লোকজন নিয়ে অতর্কিতভাবে হামলা চালান। এ সময় আহত হন শাহাব উদ্দিনসহ অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নৌকার প্রার্থী শাহাব উদ্দিন বলেন, আমি ভোটের পরিস্থিতি দেখতে গেছিলাম। এ সময় আমার ওপর আনারস মার্কার কার্ডধারী কিছু লোকজন হামলা করে। মারধরও করে।

এ বিষয়ে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ বাংলানিউজকে বলেন, আমি এসব কিছু জানি না। তিনি মিথ্যা বলছেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।