ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় পাটকল শ্রমিকদের অনশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
খুলনায় পাটকল শ্রমিকদের অনশন

খুলনা: খুলনা প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করেছেন পাটকল শ্রমিকরা। খুলনায় ব্যক্তি মালিকানাধীন মহসেন, জুট স্পিনার্স,  এ্যাজাক্সসহ বন্ধ জুট মিল চালু ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার আংশিক চালু সোনালী জুট মিল পুর্নাঙ্গরূপে চালু ও শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

বুধবার (৫ জানুয়ারি) দুপরে কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা বলেন, মালিকরা জুট মিল দেখিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নেয়,  এরপর সে টাকা অন্যখাতে ব্যয় করে, আর শ্রমিকরা তাদের গ্রাইচুটি ,পিএফ ও মজুরির জন্য রাজপথে নামে এটা খুবই দুখঃজনক।

তারা বলেন, সরকারি জুট মিল বন্ধ করার কিছুদিন পর সরকার শ্রমিকদের পাওনাদি একসঙ্গে পরিশোধ করেছে, অথচ বছরের পর বছর বেসরকারি জুট মিল মালিকরা তাদের কারখানা বন্ধ ও শ্রমিকের চূড়ান্ত পাওনা পরিশোধ না করেও বহাল তবিয়তে রয়েছে। এ অবস্থায় বন্ধ সব বেসরকারি জুট মিল ও শিরোমনি বিসিক শিল্প এলাকার হুগলী বিস্কুট কোম্পানি চালু  এবং শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

এছাড়া শ্রমিকদের নায্য দাবি আদায়ের লক্ষে আগামী  রোববার (৯ জানুয়ারি) সকাল ১০টায় খুলনা-যশোর মহাসড়কের শিরোমোনিতে রাজপথ অবরোধ কর্মসূচি সফল করার জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন শ্রমিক নেতারা।

পরে বাংলাদেশ কম্পিউটার সমিতির খুলনা শাখা সাধারণ সম্পাদক শেখ শাহিদুল হক সোহেল শরবত পান করিয়ে শ্রমিকদের অনশন ভঙ্গ করান।

এ সময় তিনি শ্রমিকদের দাবি পূরণে সংশ্লিষ্ট মহলকে উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান ।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের  সভাপতি শেখ আমজাদ হোসেন ।

প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালায় বক্তৃতা করেন  সাধারণ সম্পাদক গোলাম রসুল খান , সহ-সভাপতি সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, কাবিল হোসেন, নিজামউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, ও  ইজ্ঞিল কাজী ,  জুট স্পিনার্স মিলের শ্রমিক  নেতা ইকবাল বিশ্বাস, কাগজী ইকরাম হোসেন, আসাদুজ্জামান (আশা) , ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক  শেখ মো.  ইকবাল হোসেন, মীর আনছার আলী, আবু তালেব, হাশেম গাজী,  মো. আল মামুন গাজী, মেহেদী হাসান, মো. কেসমত আলী, মো. সোলায়মান, খায়রুল আলম,  মো. আলাউদ্দিন,  সবুর, আলম,  আ. রশিদ, হাছান, আতাউর,আবুল কাশেম, আবুল হোসেন, হুগলী বিস্কুট শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান,  সাধারণ সম্পাদক মো. ফরহাদ মোড়ল   মো. ইয়াসিন আলী, মো. হাফিজ , জয়, মো. জিন্নাহ  প্রমুখ ।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ৫ জানুয়ারি, ২০২২
এমআরএম/এমএমজেড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।