ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
বাকেরগঞ্জে বাসচাপায় পথচারী নিহত ...

বরিশাল: বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাসচাপায় আসলাম হাওলাদার (৩২) নামে এক পথচারী নিহত।

বুধবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বরিশালের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, বরিশালের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ঢাল দিয়ে রাস্তা পার হচ্ছিলেন আসলাম।

এ সময় ঢাকা থেকে কুয়াকাটাগামী মল্লিক এন্টারপ্রাইজ নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আসলামের মৃত্যু হয়।

এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। এছাড়া মরদেহ বাকেরগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে এ ঘটনার পর স্থানীয়রা স্প্রিড ব্রেকারের দাবিতে মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।