ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে হেরোইনসহ গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
পঞ্চগড়ে হেরোইনসহ গ্রেফতার ৬ আটক ছয়জন

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় হেরোইনসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে কনফারেন্সের মাধ্যমে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রাম থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- উপজেলার মেনাগ্রামের মৃত নূর বকস্ সরকারের ছেলে সালাউদ্দিন বাবু (৪০), একই এলাকার আব্দুস সামাদের ছেলে আলম ওরফে জামাত (৫০), পাঁচপীর এলাকার নুরুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৮), পাঁচপীর উত্তর মাষানপাড়ার শ্রী পঞ্চানন রায়ের ছেলে মণি ভূষণ রায় (২৫), রাম গোবিন্দ হিসাবিয়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে আব্দুল কাদের লিটন (২৮) ও কাহারগঞ্জ এলাকার নজরুল ইসলামের ছেলে বদিউজ্জামান রনি (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রাম সকিনের মাদকবিক্রেতা সালাউদ্দিন বাবুর বসতবাড়ির পশ্চিম পাশে টিনশেডের একটি ঘর থেকে ওই ছয় জনকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, আটকদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।