ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝুঁকিপূর্ণ ব্রিজ, ভোগান্তিতে পথচারীরা

জাহিদুল ইসলাম মেহেদী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
ঝুঁকিপূর্ণ ব্রিজ, ভোগান্তিতে পথচারীরা ঝুঁকিপূর্ণ ব্রিজ। ছবি: বাংলানিউজ

বরগুনা: ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল। ব্রিজের ওপর হালকা যানবাহন উঠলেই ঝাঁকুনি অনুভূত হয়।

সংস্কার না করায় যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

বরগুনা সদর উপজেলার মীর মহল বাজার-বেতাগী উপজেলার জনতা বাজারের সংযোগ সড়ক বর্ডার খালের ৮০ মিটার পুরাতন জরাজীর্ণ ব্রিজটি যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া রেলিং অত্যন্ত জরাজীর্ণ (ঝুঁকিপূর্ণ) হয়ে পড়েছে। ইতোমধ্যে কয়েক দফায় ব্রিজের পূর্ণ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও পথচারীরা।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি অকেজো হয়ে রয়েছে। ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা যাওয়া আসা করেন। ব্রিজটি পূর্ণ নির্মাণের দাবি জানান তারা। স্থানীয়রা বলেন দীর্ঘদিন ধরে টেন্ডার প্রক্রিয়া চলছে বলে শোনা যাচ্ছে। তবে এখনো হয়ে সেতু নির্মাণের কাজের অগ্রগতির খবর নেই।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।