ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ছবি

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নশরতপুর এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রাক্টরচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

শনিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে যুক্তিখোলা-বাঙ্গড্ডা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জানা যায়নি।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, সকালে একটি ট্রাক্টর মাটি বোঝাই করে যুক্তিখোলা এলাকার দিকে যাচ্ছিল। পথে নশরতপুর এলাকায় একটি মোটরসাইকেলটি ট্রাক্টরটিকে ওভারটেক করার সময় চাকা স্লিপ করে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

এসআই আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধারসহ ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।