ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুর্বৃত্তদের হাতে মাছ বিক্রেতা খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
সিলেটে দুর্বৃত্তদের হাতে মাছ বিক্রেতা খুন

সিলেট: সিলেটের সীমান্তবর্তী অঞ্চল গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হাতে আলমাস আহমদ (৪০) নামে এক মাছ বিক্রেতা খুন হয়েছেন।  
 
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাফলং বাংলা বাজারে নদীর তীরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মধ্যরাতে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে পুলিশ।  

নিহত আলমাস উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের রহিম উল্লার ছেলে।  

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা আলমাসকে খুন করে মরদেহ নদীর তীরে ফেলে রেখে যায়।  

পুলিশ জানায়, নিহতের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে।  

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে। হত্যার কারণ উদঘাটনে বা হত্যার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, আলমাছ একজন ক্ষুদ্র মাছ বিক্রেতা। হত্যাকারীরা তার সঙ্গে কেন এমন ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তাদের কোনো কিছুই জানা নেই।

বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এনইউ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।