ঢাকা, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ আটক ১

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ কাউছার হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, কাউছারের নামে অস্ত্র আইনে কোস্টগার্ড বাদী হয়ে মামলা করেছে।

 

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার জাহাজমারা স্লুইচ ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। কাউছার উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেঘফ্যাশন গ্রামের আবু তাহেরের ছেলে।

কোস্টগার্ড জানায়, স্লুইচ ঘাট এলাকায় রাতে দু’টি বগি দা’ ও একটি এক নলা বন্দুক বিক্রি করছিলেন কাউছার। গোপন সূত্রে এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে অস্ত্রসহ আটক করা হয়।  

কোস্টগার্ডের দাবি, কাউছার একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী।  
 
কোস্টগার্ডের স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত) এম হারুন কাজী জানান, বুধবার সকালে এ অস্ত্রসহ কাউছারকে হাতিয়া থানায় সোর্পদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।