ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইএসপিএবির নতুন কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
আইএসপিএবির নতুন কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ

ঢাকা: ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সাধারণ বার্ষিক সভা ও নতুন কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবের হেলমেট হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সভায় আইএসপিএবির কার্যনির্বাহী পরিষদ, সাধারণ সদস্য এবং সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ১৭তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ১৮তম বার্ষিক সাধারণ সভার অডিট রিপোর্ট অনুমোদন, ২০২১ সালের অডিটর নিয়োগ দেওয়া এবং প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়। এরপর পুরাতন কার্যনির্বাহী পরিষদের সদস্যরা নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন কার্যনির্বাহী পরিষদের পক্ষ হতে সভাপতি মো. ইমদাদুল হক শুভেচ্ছা বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এমআইএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।