ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে রাতভর জানালায় আটকে থাকা বিড়ালটি মুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
ঢামেকে রাতভর জানালায় আটকে থাকা বিড়ালটি মুক্ত আটকে থাকা বিড়ালটি

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জানালায় আটকে থাকা একটি বিড়ালটিকে উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রড কাটার মেশিন দিয়ে জানালার গ্রিল কেটে বিড়ালটিকে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১ পর্যন্ত দীর্ঘ এক ঘণ্টা চেষ্টার পর বিড়ালটাকে অবমুক্ত করা হয়।

বিড়ালটিকে উদ্ধারের সময় উপস্থিত ছিলেন- হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার শাহ আলম, এপিসি আশরাফুল ইসলাম, ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়াসহ হাসপাতালের কর্মচারীরা।

জানা গেছে, ঢাকা মেডিক্যাল হাসপাতালের পুরাতন ভবনের নিচতলায় একটি জানালায় রাতভর আটকে ছিল বিড়ালটি। অনেকে কাপড় পেঁচিয়ে বের করার চেষ্টা চালিয়েছেন, কিন্তু পারেননি। পরে আজকে সকালে লোহা কাটার মেশিন এনে জানালার রড কেটে বিড়ালটিকে অবমুক্ত করা হয়।

এদিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, হাসপাতালের রোগীদের চিকিৎসা দেওয়া একটি মানবিকতা। কোনো প্রাণী বিপদগ্রস্ত হলেও তাকে উদ্ধার করাও মানবিকতা। যারা বিড়ালটিকে উদ্ধার করছে তাদের আন্তরিক ধন্যবাদ।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।