ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ছিনতাই হওয়া টাকা উদ্ধার, গ্রেফতার ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
ফেনীতে ছিনতাই হওয়া টাকা উদ্ধার, গ্রেফতার ৭

ফেনী: ফেনী শহরের তাকিয়া রোডে সম্রাট মেজর ফ্লাওয়ারস মিলের ছিনতাই হওয়া টাকাসহ সাত জনকে গ্রেফতার করেছে ফেনী জেলা পুলিশ।  

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে ফেনী পুলিশ সুপার কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে ফেনী অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা এই তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর সার্কেল থোয়াই ফ্রু মারমা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন।  

পুলিশ জানায় ৬ জানুয়ারি সন্ধ্যায় ফেনীর সম্রাট ফ্লাওয়ার মিলের কালেকশনের ১৪ লাখ টাকা নিয়ে মিলের কর্মচারী মো. জসিম ও মিন্টু কুমার তাদের প্রতিষ্ঠানে ফিরছিলেন পথে শহরের তাকিয়া রোডে তাদের দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে তাদের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।  

এই ঘটনায় মিলের ম্যানেজার জসিম উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে ঢাকা,কক্সবাজার ও লক্ষীপুর থেকে সাত জনকে গ্রেফতার করে এবং দুটি ছোরা ও নগদ ৪ লাখ ২৮ হাজার টাকা উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এসএইচডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।