হবিগঞ্জ: হবিগঞ্জে গেল এক মাসে ১২ থেকে ১৮ বছর বয়সী ১ লাখ ৫১ হাজার ৩৫৪ জন ছাত্রছাত্রীকে করোনা ভাইরাসের টিকা দিতে পেরেছে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগ। যা শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া লক্ষ্যমাত্রার ৮৬.৭৯ শতাংশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পর্যন্ত ৩৫ দিনে ৯টি উপজেলায় টিকা দেওয়া হয় ১ লাখ ৫১ হাজার ৩৫৪ জনকে। বাকি ২৩ হাজার ৪৬ জন এখনও টিকার জন্য অপেক্ষমাণ। যা লক্ষ্যমাত্রার প্রায় ১৪ শতাংশ।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী গত ১১ ডিসেম্বর থেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত জেলার ১ লাখ ৭৪ হাজার ৪০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়ার কথা।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ সদর উপজেলায় টিকা পেয়েছে ২৫ হাজার ৫১৫ জন, লাখাইয়ে ৭ হাজার ৫৯৬, শায়েস্তাগঞ্জে ৬ হাজার ৯১৮, বানিয়াচংয়ে ২১ হাজার ৮২০, আজমিরীগঞ্জে ৬ হাজার ৪৪২, নবীগঞ্জে ২৫ হাজার ৪২৩, বাহুবলে ১১ হাজার ৯৩০, মাধবপুরে ২০ হাজার ৬৫৯ ও চুনারুঘাট উপজেলায় টিকা পেয়েছে ২৫ হাজার ৫১ জন। টিকা নেয়া মোট শিক্ষার্থীদের মধ্যে মধ্যে ৬৪ হাজার ৫৭২ জন ছাত্র ও ছাত্রী ৮৬ হাজার ৭৮২ জন। সে হিসাবে ছাত্রীদের মধ্যে টিকা গ্রহণের আগ্রহ বেশি।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বাংলানিউজকে বলেন, টিকা দেওয়া শুরুর পর এ পর্যন্ত ৩৫ দিনের মধ্যে কিছুদিন প্রতিষ্ঠান বন্ধ ছিল। কিছু শিক্ষার্থী প্রতিষ্ঠানে অনিয়মিতও। দুইদিনের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীর সবাইকেই টিকা দেওয়া শেষ হবে বলে তারা আশা করছেন।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এনএইচআর