ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ‘বঙ্গবন্ধু সিটি পরিষদ’র আত্মপ্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
গোপালগঞ্জে ‘বঙ্গবন্ধু সিটি পরিষদ’র আত্মপ্রকাশ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ‘বঙ্গবন্ধু সিটি পরিষদ’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।  

শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৬৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

 

এতে ডা. সিদ্ধেশ্বর মজুমদারকে সভাপতি ও গাজী মোস্তাফিজুর রহমান দিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গোপালগঞ্জ জেলার ৫ উপজেলা ও এর আশপাশের জেলার ৩ উপজেলাসহ মোট ৮ উপজেলা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ ঘিরে একটি উন্নত সিটি (যার নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু সিট’) গড়ে তোলার লক্ষ্যে এই সংগঠনটি গড়ে তোলা হয়েছে বলে সংগঠনটির কর্মকর্তারা জানান।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কমিটির সভাপতি ডা. সিদ্ধেশ্বর মজুমদার, সাধারণ সম্পাদক গাজী মোস্তাফিজুর রহমান দিপু, সহসভাপতি হুমায়রা আক্তার প্রমুখ।

ডা. সিদ্ধেশ্বর মজুমদার বলেন, ‘বঙ্গবন্ধু সিটি পরিষদ’ একটি অরাজনৈতিক, সেবামূলক, সৃজনশীল, উন্নয়নধর্মী সংগঠন। এ সংগঠনের মুখ্য কাজ হবে ‘বঙ্গবন্ধু সিটি’ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বদা অনুপ্রাণিত, উৎসাহিত, উদ্বুদ্ধকরণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।