ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঈদগাঁওতে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
ঈদগাঁওতে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওতে বাসচাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে চান্দের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, যাত্রীবাহী পূর্বানী চেয়ারকোচ একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি এখনও ঘটনাস্থলে রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের একটি দল।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এসবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।