সাভার: তিন দিন ধরে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক সাইদা খালেকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশেমপুর থানার পানিশাইল এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাউজিং প্রকল্প থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, অধ্যাপক সাইদা খালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। গাজীপুরের কাশেমপুরে তিনি বাসা ভাড়া করে থাকতেন। সম্প্রতি নতুন বাসা নির্মাণ করছিলেন। এই বাসা নির্মাণের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। পরে গাইবান্ধা থেকে আটক নির্মাণশ্রমিকের তথ্য অনুযায়ী পুলিশ মরদেহ উদ্ধার করে।
কাশেমপুর থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এ খোদা বাংলানিউজকে বলেন, নির্মাণশ্রমিক আনোয়ারুল ইসলামকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞেসাবাদের পর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এসএফ/জেএইচটি/এনটি