ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে সাড়ে ১২ কোটি টাকার আইস উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
টেকনাফে সাড়ে ১২ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে আড়াই কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্টগার্ড। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ১২ কোটি টাকা।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (১৪ জানুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়া মেরিনড্রাইভ এলাকা থেকে এই ভয়ঙ্কর মাদক জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে  একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাগর পাড় হতে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউ বনের দিকে আসতে দেখতে পায় অভিযানকারি দল। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়। তখন লোকটি হাতের ব্যাগ ফেলে দৌড়ে লোকালয়ে পালিয়ে যায়। পরে উদ্ধার করা  ব্যাগটি তল্লাশি করে ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০২২
এসবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।