ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণ মামলায় বিসিসি কাউন্সিলর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
ধর্ষণ মামলায় বিসিসি কাউন্সিলর গ্রেফতার কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা (কালাম)

বরিশাল: ধর্ষণ মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা ওরফে কালামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বরিশালের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হাওলাদর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বিয়ের প্রলোভনে ৩০ বছরের এক নারীকে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন কাউন্সিলর কালাম।   সর্বশেষ বৃহষ্পতিবার (১৩ জানুয়ারি) রাতে কাশিপুরের মগরপাড়া এলাকার বাসিন্দা ওই নারীর সঙ্গে শারীরিক করেন তিনি। এ ঘটনায় শুক্রবার ভিকটিম থানায় মামলা করেছেন। এতে কাউন্সিলর আজাদ হোসেন মোল্লা ওরফে কালামকে আসামি করা হয়।

সেই মামলায় বাকেরগঞ্জ থেকে কালামকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম।

এদিকে ওই নারীকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।

কাউন্সিলর মোল্লা কালাম বরিশাল জেলা ট্রাকশ্রমিক ইউনিয়নেরও সভাপতি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।