ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রিকশা চালিয়ে শুভেচ্ছা জানালেন সুইডিশ রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
রিকশা চালিয়ে শুভেচ্ছা জানালেন সুইডিশ রাষ্ট্রদূত

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডেকে রিকশাচালকের ভূমিকায় দেখা গেল। সুইডিশ দূতাবাস থেকে প্রকাশিত এক ভিডিওতে তাকে রিকশা চালাতে  দেখা যায়।

ভিডিওটি রাষ্ট্রদূত টুইটারেও পোস্ট করেছেন।

বাংলাদেশ-সুইডেনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সম্প্রতি সুইডিশ দূতাবাস একটি ভিডিও প্রকাশ করে।

তাতে প্রথমেই দেখা যায়, সুইডিশ রাষ্ট্রদূত শাড়ি পরে একটি রিকশার সামনে দাঁড়িয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানাচ্ছেন। এছাড়াও দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন তিনি। এ সময় রিকশায় বসে ছিলেন সুইডিশ দূতাবাসের ডেভেলপমেন্ট কো-অপারেশন বিভাগের প্রধান ক্রিস্টিনা জোহানন্সন। তিনিও শুভেচ্ছা জানান।

ভিডিওতে বেশ কয়েকজন বাংলাদেশি ও সুইডিশ নাগরিক শুভেচ্ছা বক্তব্য রাখেন।

তবে শেষে দেখা যায়, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে রিকশা চালাচ্ছেন। এ সময় তিনি আর ক্রিস্টিনা জোহানন্সন দুজনেই হাত নেড়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।