ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

গ্রেফতার আসামিরা হলেন- গাজীপুরের মো. জাহিদ হোসেন (৩৬) ও মানিকগঞ্জের মো. রুবেল খান (৩৪)।

শুক্রবার রাতে র‌্যাব-১-এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে বিমানবন্দর থানার মহাসড়কের পাশে মনোলোভা কাবাব অ্যান্ড বেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে দুই আসামিকে তল্লাশি করে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৭৫৫ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এসজেএ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।