ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হামলা সত্ত্বেও আসামি ধরলেন দুই পুলিশ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
হামলা সত্ত্বেও আসামি ধরলেন দুই পুলিশ কর্মকর্তা

সাভার (ঢাকা): সাভার পৌরসভা এলাকায় চাঁদাবাজির এক আসামিকে ধরতে গিয়ে হামলায় দুই পুলিশের কর্মকর্তা আহত হয়েছে। আহত হলেও আসামি শরিফ উদ্দিন ফকিরকে (৫০) গ্রেফতার করেছেন তারা।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার নামা বাজারের মুছার বাড়িতে শরিফ উদ্দিনকে ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন- সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশোক ও সাইফুল ইসলাম।

গ্রেফতার শরিফ উদ্দিন ফকির নামা বাজার এলাকার মৃত সোরহাব উদ্দিন ফকিরের ছেলে।

এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা শুক্রবার সন্ধ্যায় চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার করতে যাই। সেখানে স্থানীয়রাসহ আসামির লোকজন আমাদের ওপর হামলা করে। আসমি এ সময় পালিয়ে যেতে চেষ্টা করলে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তাকে শনিবার (১৫ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০২২
এসএফ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।