ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের ৩ বছর মেয়াদ বাড়ছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের ৩ বছর মেয়াদ বাড়ছে মুহাম্মদ ইমরান

ঢাকা: দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানের আরও তিন বছর মেয়াদ বেড়েছে। তাকে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে আরও তিন বছর ওই পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মুহাম্মদ ইমরান ২০১৯ সালের নভেম্বর মাসে দিল্লি মিশনে যোগ দেন। আগামী ২৮ নভেম্বর থেকে তিন বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে।

মুহাম্মদ ইমরান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। তিনি দিল্লিতে নিযুক্ত হওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি জেদ্দা, বন, বার্লিন, অটোয়ায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ভারতের কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার ছিলেন। মুহাম্মদ ইমরান ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
টিআর/এমআরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।