ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় অনিক নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা শাহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অনিক একই এলাকার আক্কার শাহের ছেলে।

জানা যায়, শুক্রবার বিকেলে অনিক তার বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় কুষ্টিয়া বড়বাজার থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ট্রাকটি আটকে ভাঙচুর করে এবং চালককে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ড্রাম ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলেই মামলা হবে।

প্রসঙ্গত, এনিয়ে কুষ্টিয়া জেলায় গত চারদিনে ড্রাম ট্রাকের ধাক্কায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

বাংরাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।