ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে র‌্যাবের হাতে মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
ফরিদপুরে র‌্যাবের হাতে মাদক বিক্রেতা আটক ফরিদপুরে র‌্যাবের হাতে মাদক বিক্রেতা আটক

ফরিদপুর: ফরিদপুরে পাঁচ শ’ ৫ পিস ইয়াবাসহ সরণ শেখ (২৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

শুক্রবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে জেলা সদরের গোয়ালচামট এলাকা থেকে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়।

সরণ গোয়ালচামট মোল্লাবাড়ী সড়ক এলাকার শামসুল শেখের ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তির কাছে থেকে ইয়াবা ছাড়াও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।