ভোলা: ভোলায় লোকালয়ে থেকে একটি বিরল প্রজাতির হিমালয়ের শকুন উদ্ধার করা হয়েছে। এটি গ্রিফন শকুর প্রজাতির।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে ভোলা সদরের ইলিশা ইউনিয়নের তুলাতলী এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়। শকুনটি দেখার জন্য পুরো এলাকায় ভীড় জমে যায়। পরে খবর পেয়ে বন বিভাগগের কর্মকর্তারা শকুনটি উদ্ধার করেন।
পুর্নাঙ্গ বয়সের এ শকুনটির উচ্চতা দেড় ফুট এবং ওজন ৫ কেজি। খাবারের সন্ধানে শকুনটি লোকালয়ে চলে এসেছিলো বলে জানিয়েছে বন বিভাগের কর্মকর্তারা।
এ বিষয়ে ভোলা উপকূলীয় বন বিভাগের বন্য প্রানী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শকুনটি হিমালয়ে বসবাস করে। এটিকে গ্রিফন শকুন বলা হয়। খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসা শকুনটি বর্তমানে অসুস্থ। বন ববিভাগের তত্ত্বাবধানে শকুনটির চিকিৎসা চলছে। এটি সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এনএটি