ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
পাবনায় ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক নিহত প্রতীকী ছবি

পাবনা: পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লায় শত্রুতার জেরে সোহাগ শেখ (৩০) নামে এক নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে শহরের দিলালপুর মহল্লার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা তাকে রাস্তায় পরে থাকতে দেখে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে সেটি এখনি নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।  

সোহাগ শেখের গ্রামের বাড়ি পাবনা সদরের দোগাছি ইউনিয়নের মাদার বাড়িয়া গ্রামে। তার বাবার নাম কামাল শেখ। তিনি পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।