ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় হত্যা মামলার আসামি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় হত্যা মামলার আসামি নিহত আমিরুল ইসলাম

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আমিরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলার পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

আমিরুল পাহাড়পুর গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, এক বছর পূর্বে পাহাড়পুর গ্রামে লস্কর গ্রুপের হামলায় মন্ডল গ্রুপের নেহেদ ও বকুল নামের দুই সহোদর নিহত হন। সেই হত্যা মামলার আসামি আমিরুল সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন। এলাকায় আসার পর থেকেই মন্ডল গ্রুপের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার বিকেলে দু'গ্রুপ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আমিরুল মারাত্মকভাবে আহত হন। পরে আমিরুলকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।