ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় পুলিশের হাত থেকে পালানো একজনকে ঢাকায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
ভারতীয় পুলিশের হাত থেকে পালানো একজনকে ঢাকায় গ্রেফতার

ঢাকা: ভারতীয় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আন্তর্জাতিক এটিএম কার্ড ক্লোনিং স্ক্যামিং চক্রের এক বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বুধবার (১৯ জানুয়ারি) তাকে গ্রেফতারের বিষয়টি জানান ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ফারুক হোসেন।

তবে গ্রেফতার সেই বিদেশি নাগরিকের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

তিনি জানান, এটিএম কার্ড ক্লোনিং স্ক্যামিং চক্রের এক বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি। গ্রেফতার ওই ব্যক্তি ভারতীয় পুলিশ হেফাজত থেকে পালিয়েছিলেন।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
পিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।