ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক হাবিবের মৃত্যুতে ডিআরইউর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
সাংবাদিক হাবিবের মৃত্যুতে ডিআরইউর শোক হাবিবুর রহমান

ঢাকা: সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ)।

বুধবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শোক প্রকাশ করা হয়।

শোক বার্তায়, হাবিবুর রহমানের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।  

তারা আরও জানান হাবিবুর রহমানের মরদেহ তার প্রিয় প্রাঙ্গণ ডিআরইউতে বুধবার দুপুর ২টায় শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হবে।  

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর সিনিয়র রিপোর্টার ছিলেন হাবিবুর রহমান। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২ 
এসএমএকে/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।