ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লঞ্চে আগুন: চিকিৎসাধীন এক শিক্ষিকার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
লঞ্চে আগুন: চিকিৎসাধীন এক শিক্ষিকার মৃত্যু মনিকা রানী হালদার

বরগুনা: ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিহতের নাম মনিকা রানী হালদার (৪০)।

তিনি একজন শিক্ষিকা।

বুধবার (১৯ জানুয়ারি) ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিজ কর্মস্থলে নিয়ে আসা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বরগুনা পৌর শহরের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

নিহতের স্বজনরা জানান, অগ্নিদগ্ধ হওয়ার পর প্রথমে তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। ২৫ দিন আইসিইউতে থাকার পর মঙ্গলবার তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন গণমাধ্যমকে জানান, তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।