ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাংশায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
পাংশায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

রাজবাড়ী: রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়ায় পারিবারিক কলোহের জের ধরে গৃহবধূ লিপি বেগমকে (৩০) কুপিয়ে হত্যা করেছে স্বামী রুবেল সরদার। হত্যাকাণ্ডে জড়িত থাকায় রুবেল সরদারকে আটক করেছে পাংশা থানা পুলিশ।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাছপাড়া ইউনিয়নের কালীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গৃহবধূর স্বামী রুবেল সরদার আগে মাছের ব্যবসা করলেও বর্তমানে বেকার। তাদের সংসারে প্রায় প্রতিদিনই ঝগড়া হতো। বুধবার সকালে ঝগড়া হলে ধারালো অস্ত্র দিয়ে লিপিকে কুপিয়ে হত্যা করেন রুবেল। পরে স্থানীয়রা ঘাতক স্বামী রুবেলকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর স্বামীকে আটক করেছেন। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।