ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে ১ হাজার শীতার্ত মানুষ পেল বসুন্ধরার কম্বল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
জামালপুরে ১ হাজার শীতার্ত মানুষ পেল বসুন্ধরার কম্বল

জামালপুর: জামালপুরে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে এক হাজার অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে এ কম্বল বিতরণ করে শুভসংঘ।

এ সময় জরিনা বেগম নামে এক বৃদ্ধা নারী বলেন, এই কনকনে শীতে কম্বল পেয়ে আমার অনেক উপকার হইছে। কনকনে শীতের এ সময় আমি খুব আশা করেছিলাম আমাকে একটা কম্বল যেনো কেউ দেয়। আজ সে আশা পূরণ হলো বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে। আমি খুশি।  

একই কথা বললেন রহিমা বেগম, রাজুসহ অনেকে।
 
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হাসান। আরো উপস্থিত ছিলেন- শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কালের কণ্ঠের সিনিয়র সাব এডিটর জাকারিয়া জামান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মন্জু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী, নিউজটোয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি তানভীর আজাদ মামুন, বাংলানিউজের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম, দৈনিক কালেরকণ্ঠ দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহামুদ তালাশ প্রমুখ।

এছাড়া দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জেও হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেন কালেরকণ্ঠ শুভ সংঘ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।