ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গুইমারায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
গুইমারায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মানিকছড়ি থেকে ছেড়ে আসা সিমেন্ট ভর্তি ট্রাক (চট্রমেট্রো-ট ১২-০৩৩৮) গুইমারার বুদংপাড়া সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। দুঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান করে।

এ সময় চালক মেহেদী প্রকাশ লাভলুকে জীবিত উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গাড়িতে থাকা অপর দুজন ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন- মানিকছড়ি উপজেলার ব্যবসায়ী জীবন মজুমদার (৫৫) এবং তার ছেলে রাতিফ মজুমদার (১৪)। প্রায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভসের মাটিরাঙ্গা ইউনিটের কর্মীরা।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।