ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধতশত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধতশত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে ইয়ামিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন।

সংঘর্ষে বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে।  

বুধবার (১৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় দফায় দফায় সংঘর্ষ বাঁধে। নিহত ইয়ামিন (৩৪) শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকার ইউনুস আলীর ছেলে। এদিকে ইয়ামিন নিহত হওয়ার খবরে প্রতিপক্ষের লোকজন আসবাবপত্র নিয়ে দলবদ্ধভাবে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জের শাহজদপুর উপজেলার বাঘাবাড়ী এলাকার মিন্টু ও ককিল মোল্লা গ্রুপের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে বুধবার সকালে বাঘাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় উভয় গ্রুপের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষে চলে। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে ইয়ামিনসহ উভয়পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইয়ামিন। এদিকে ইয়ামিন মৃত্যুর খবরে লোকজন দলে দলে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে।  

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে বাঘাবাড়িতে এ দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। বুধবার তুচ্ছ ঘটনা নিয়েই দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে ইয়ামিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।