ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে শীতার্তদের মধ্যে শুভসংঘের কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
শেরপুরে শীতার্তদের মধ্যে শুভসংঘের কম্বল বিতরণ

শেরপুর: শেরপুরে এখন শীত জেঁকে বসেছে। এই শীতে কম্বল পেয়ে আপ্লুত শীতার্তরা।

 

বুধবার (১৯ জানুয়ারি) শেরপুরে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠী, দলিত-হরিজন, মাদরাসার এতিম শিক্ষার্থী, দরিদ্র শ্রমজীবীসহ সাড়ে ৩০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শীতার্ত মানুষকে দেওয়া এসব উপহারের কম্বল বিতরণ করে কালের কণ্ঠ শুভসংঘ।

শহরের সুরেন্দ্র মোহন (এসএম) মডেল স্কুল প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ কাজ উদ্বোধন করেন পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এ সময় পৌর মেয়র বলেন, বসুন্ধরা গ্রুপ এই শীতে দরিদ্র-অসহায় মানুষের মাঝে যেভাবে এগিয়ে এসেছে, এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।  

কম্বল বিতরণ অনুষ্ঠানে শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়া, জেলা উদীচী সভাপতি অধ্যক্ষ তপন সারোয়ার বক্তব্য রাখেন। এ সময় জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি হাকিম বাবুল, শুভসংঘ জেলা কমিটির সভাপতি শামীম হোসেন, সদস্য বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, আউটসোর্সার মিনহাজ উদ্দিন, শুভংকর সাহা, রজত সাহা অন্তু, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুদ হাসান বাদল, নিউজটুয়েন্টিফোর প্রতিনিধি জুবাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলার সাড়ে ৬০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।