ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দেওয়ানগঞ্জে ৪০০ শীতার্ত পেল শুভসংঘের কম্বল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
দেওয়ানগঞ্জে ৪০০ শীতার্ত পেল শুভসংঘের কম্বল

দেওয়ানগঞ্জ: জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ উপজেলায় ৪০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কম্বল বিতরণ করে কালের কণ্ঠ শুভসংঘ।

বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, আমরা সরকারিভাবে অনেক যায়গায় কম্বল দিচ্ছি। বসুন্ধরা গ্রুপের সৌজন্যে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।

এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, কৃষি অফিসার বাবু পরেশ চন্দ্র দাস, মডেল থানার উপপরিদর্শক আনছার উদ্দিন, কামিল মাদরাসার অধ্যক্ষ মোতালেব হোসেন খান, প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম এলান, কালের কণ্ঠের দেওয়ানগঞ্জ  প্রতিনিধি মোস্তফা তারেক মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।