ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মিরাজ হোসেন হাওলাদার (৩০) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় মো. বেল্লাল হেসেন (২৫) নামের আর এক যুবক আহত হয়েছেন।

বুধবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার মঠবাড়িয়া-মিরুখালী সড়কের দক্ষিণ সোনাখালী গ্রামের রক্ষাতলা এলাকায়।

আহত যুবক বেল্লাল হোসেন জানান, মিরাজ ও বেল্লাল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় রাস্তার থাকা বালুর ড্রেজার মেশিনের পাইপের সঙ্গে ধাক্কা লেগে তারা মোটরসাইকেলসহ রাস্তার বাইরে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বাদল জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।