ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি আব্দুল জলিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি আব্দুল জলিল

ফরিদপুর: ফরিদপুরের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়েছেন এম আব্দুল জলিল। তিনি জেলার কোতয়ালি থানার ওসি।

ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার (১৯ জানুয়ারি) মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে আব্দুল জলিলের নাম ঘোষণা করা হয়।  

জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে। তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।