ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
গাজীপুরে মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেলস্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এসময় তাড়াহুড়া করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে এ ঘটনা ঘটে।

শ্রীপুর রেলস্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি বেলা সোয়া ১১টার দিকে শ্রীপুর স্টেশন ত্যাগ করে। একপর্যায়ে ট্রেনটি কাওরাইদ স্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। কাওরাইদ স্টেশন এলাকায় রেললাইন মেরামতের কাজ চলছিল। মেরামতকরীরা লাইনের নিচে কাঠ সরিয়ে ফেলে বিষয়টি স্টেশন মাস্টারকে অবহিত করেনি।  

এদিকে মহুয়া এক্সপ্রেস ট্রেনটি দুই নম্বর লাইনে প্রবেশের অনুমতি দেয় স্টেশন  মাস্টার। পরে স্টেশনে প্রবেশের আগেই ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এসময় তাড়াহুড়া করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছে। তবে, অন্য আরেকটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।