ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
বগুড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় জোহরা বেওয়া (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার তিনমাথা রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোহরা বগুড়া শহরের পুরান বগুড়া এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শহরের তিনমাথা এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হাঁট ছিলেন জোহরা বেওয়া। এ সময় বগুড়া থেকে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় মুখে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।