ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়া সীমান্তে ২৭ কেজি রূপার গহনাসহ ২ চোরাকারবারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
কলারোয়া সীমান্তে ২৭ কেজি রূপার গহনাসহ ২ চোরাকারবারী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ২৭ কেজি রূপার গহনাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি ও পুলিশ।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে রূপাসহ তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে বেলাল হোসেন ও আব্দুল হাকিমের ছেলে শরীফ হোসেন।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কাকডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা বেলাল ও শরীফকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি ও কলারোয়া থানা পুলিশ সম্মিলিতভাবে তাদের আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছে থাকা ২৭ কেজি রূপার গহনা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।