ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নানা মারা গেলেও অনশনে অনড় মরিয়ম

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
নানা মারা গেলেও অনশনে অনড় মরিয়ম মরিয়ম আক্তার রুবি

শাবিপ্রবি (সিলেট): এক দফা দাবিতে অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের মরিয়ম আক্তার রুবি নামে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর নানা মারা গেছেন। নানা মারা যাওয়ার খবর শুনে কান্নায় ভেঙে পড়লেও অনশনে অনড় রয়েছেন এ শিক্ষার্থী।

 

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে এ খবর শুনেন মরিয়ম। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না বলে সাংবাদিকদের জানান তিনি।

তিনি বলেন, আমি আমার নানা ভাইকে শেষ বারের মতো একবার দেখতে চাই। তবে আমি অনশনে থেকেই নানাকে দেখতে যাব।

তার সহপাঠীরা বলেন, মরিয়মের শারীরিক অবস্থা অবনতির দিকে। তবে সে অনশন চালিয়ে যাচ্ছে। তাকে মানসিকভাবে শক্তি জোগাতে আমরা তার পাশে আছি।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।