ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ১২ কেজি গাঁজাসহ ৩ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
গাংনীতে ১২ কেজি গাঁজাসহ ৩ বিক্রেতা আটক

মেহেরপুর: মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে গাংনী উপজেলার বামুন্দি পুলিশ ক্যাম্পের উত্তর পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, গাংনী উপজেলার খাঁসমহল পশ্চিমপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে বানারুল ইসলাম (২৫), খাঁপাড়া এলাকার হিমা খাঁর ছেলে করিম খাঁ (৪০) ও কাথুলি গ্রামের বাজারপাড়া এলাকার জলিল উদ্দীনের ছেলে ফারুক হোসেন (২৬)।

গাংনী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শরীফ হাবিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাংরাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।