ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কারওয়ান বাজার সরিয়ে নেওয়া হবে সায়েদাবাদে: মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
কারওয়ান বাজার সরিয়ে নেওয়া হবে সায়েদাবাদে: মেয়র ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইনে মেয়র আতিক। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর কারওয়ান বাজার স্থানান্তর করে সায়েদাবাদে নিয়ে যাওয়া হবে। ওই স্থানে অত্যাধুনিক বিজনেস হাব করার পরিকল্পনা রয়েছে তাদের।

শনিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের ডিএনসিসি আঞ্চলিক অফিসের সামনে ১০ দিনব্যাপী জনসচেতনতামূলক ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আতিক বলেন, ‘একটা শহরের মধ্যে এ ধরনের পাইকারি বাজার থাকতে পারে না। আমরা কারওয়ান বাজারকে আরও আধুনিক করতে চাই। এই বাজারকে সায়েদাবাদ নিয়ে যাওয়ার পরিকল্পনা শেষ পর্যায়ে। এই স্থানে অত্যাধুনিক বিজনেস হাব সেন্টার হবে। সেই পরিকল্পনাও আমরা করে রেখেছি। ’ 

এদিন মেয়রের আগমন উপলক্ষে কারওয়ান বাজার এলাকায় ময়লার স্তূপ সামান্য পরিষ্কার করা হয়েছে। অন্য সময় কেন নিয়মিত বাজারের বর্জ্য পরিষ্কার করা হয় না- এমন প্রশ্নের জবাবে আতিক বলেন, ‘যখন অন্য এলাকা পরিদর্শনে যাবো, বর্জ্য নিয়ে যদি এমন অভিযোগ আসে, তখন সংশ্লিষ্ট কর্মকর্তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হবে। ’

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ‘ময়লার গাড়ির ধাক্কায় দুর্ঘটনার পর আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে। এখন রাতে বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। ফলে সারাদিন শহর আবর্জনা পূর্ণ থাকে। বর্জ্য সংগ্রহে আমাদের জনবল সঙ্কট রয়েছে। আশা করি এক মাসের মধ্যে এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবো। বর্জ্য সংগ্রহে আমাদের অনেক গাড়ি আছে, কিন্তু প্রয়োজনীয় চালক নেই। দেখা যাচ্ছে যেসব চালক রয়েছেন, তাদের অনেকের লাইসেন্স নেই। এটা একদিনে হয়নি। যুগে যুগে এই সঙ্কট পুঞ্জীভূত হয়েছে, অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সঙ্কট সমাধানে আমরা কাজ করছি। ’

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সচিব (যুগ্ম সচিব) মো. মাসুদ আলম ছিদ্দিক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, অঞ্চল ৫ এর (কাওরান বাজার) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোতাকাব্বীর আহমেদ প্রমুখ।

আরও পড়ুন: নিজের স্বার্থেই পরতে হবে মাস্ক: মেয়র আতিক

বাংলাদেশ সময় ১৪৩২, জানুয়ারি ২২, ২০২২
এমএমআই/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।