ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে ইয়াবা-মদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
বকশীগঞ্জে ইয়াবা-মদ উদ্ধার

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ২৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।
ধানুয়া কামালপুর বিজিবি ও সাতানীপাড়া বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা ও মদ উদ্ধার করেন।

জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিজিবির কোম্পানি কমান্ডার সৈয়দ আলী জানান, শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় পৃথক স্থানে অভিযান চালায় ধানুয়া কামালপুর ও সাতানীপাড়া বিজিবির সদস্যরা।

এসময় তারা মোট ২৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। তবে এতে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেননি তারা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা. ২২ জানুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।