ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাস্তায় পড়ে ছিল ২ বাইকারের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
রাস্তায় পড়ে ছিল ২ বাইকারের মরদেহ ...

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর বিশ্বরোডের আমতলী এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে।

 

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, দুপুরে ঢাকামুখী একটি মোটরসাইকেলকে অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। মরদেহ মহাসড়কে পড়ে ছিল। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পরে মরদেহগুলো উদ্ধার করি। মরদেহ থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নিহতরা আমতলী এলাকার বাসিন্দা। একজনের নাম রুবেল ও অপরজনের নাম মোহাম্মদ ত্বকি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। কোন গাড়ির ধাক্কায় তারা মারা গেছেন, তা নিশ্চিত হতে পারিনি।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।