ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উলিপুরে গাছ থেকে ছিটকে পড়ে কাঠুরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
উলিপুরে গাছ থেকে ছিটকে পড়ে কাঠুরের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চুক্তিতে গাছ কাটার সময় গাছ থেকে ছিটকে পড়ে আমিন হোসেন (৪৫) নামে এক কাঠুরের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কতমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমীন হোসেন অনন্তপুর মিয়াজী পাড়া গ্রামের মৃত জাবরুল শেখের ছেলে।

জানা যায়, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর মিয়াজী পাড়া গ্রামের কাঠুরে আমিন কদমতলা গ্রামে গাছ কাটতে যান। এ সময় সুরেশ চন্দ্র মন্ডলের গাছ কাটতে গিয়ে ছিটকে পড়ে মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাছ কেটেই জীবিকা নির্বাহ করতেন তিনি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।